DSE-2 paper, SAQ - answers, 2022, CBPBU
DSE-2
GROUP-D
10. Answer any ten questions from the following: 1×10 = 10
(a) Who wrote 'Beharodanto'?
✍কোচবিহারের মহারানী বৃন্দেশ্বরী দেবী রচনা করেন বেহারোদন্ত গ্রন্থটির।
(b) When was the Treaty of Sinchula signed?
✍ ১৮৬৫ খ্রিস্টাব্দের ১১ই নভেম্বর সিঞ্চুলায় 'সিঞ্চুলার সন্ধি ' স্বাক্ষরিত হয়েছিল।
(c) Who built Cooch Behar Royal Palace?
✍ কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর তৈরী করেছিলেন কোচবিহার রাজপ্রাসাদ।
(d) Who wrote the book 'The Autobiography of an Indian Princess'?
✍মহারানী সুনীতি দেবী রচনা করেন 'The Autobiography of an Indian Princess'।
(e) Who founded 'Kshatriya Samiti'?
✍ পঞ্চানন বর্মা স্থাপন করেছিলেন ক্ষত্রিয় সমিতি।
(f) When was Darjeeling Himalayas Railway (DHR) formed?
✍১৮৭৯ খ্রিস্টাব্দে Darjeeling Himalayan Railway (D.H.R)প্রতিষ্ঠা হয়।
(g) When was Jalpaiguri District formed?
✍১৮৬৯ খ্রিস্টাব্দের ১লা জানুয়ারী জলপাইগুড়ি জেলা গঠিত হয়েছিল।
(h) Mention two leaders of the Sannyasi-Fakir uprising.
✍ভবানী পাঠক ও দেবী চৌধুরানী ছিলেন সন্ন্যাসী-ফকির বিদ্রোহের দুজন নেতা।
(i) Who was Helen Leptcha?
✍ লেপচা উপজাতি অন্তর্ভুক্ত হেলেন লেপচা ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। স্বাধীনতা সংগ্রামে অমূল্য অবদানের জন্য তিনি তাম্রপত্রে ভূষিত হয়েছেন।
(j)Where was the Summer Capital of Colonial Bengal situated?
✍ ঔপনিবেশিক পর্বে দার্জিলিং ছিল বাংলার গ্রীষ্মকালীন রাজধানী ।
(k) When was Cooch Behar Princely State merged with the Union of India?
✍১৯৪৯ সালের ২৮শে নভেম্বর মার্জার এগ্রিমেন্ট স্বাক্ষরের মাধ্যমে কোচবিহার দেশীয় রাজ্য ভারতভুক্ত হয়েছিল।
(I) Who was 'Dooars Gandhi'?
✍যজ্ঞেশ্বর রায় ডুয়ার্স গান্ধী নামে পরিচিত।
মন্তব্যসমূহ