DSE-2 paper, SAQ - answers, 2022, CBPBU

 DSE-2


GROUP-D


10. Answer any ten questions from the following: 1×10 = 10


(a) Who wrote 'Beharodanto'?


কোচবিহারের মহারানী বৃন্দেশ্বরী দেবী রচনা করেন বেহারোদন্ত গ্রন্থটির। 


(b) When was the Treaty of Sinchula signed?


১৮৬৫ খ্রিস্টাব্দের ১১ই নভেম্বর সিঞ্চুলায় 'সিঞ্চুলার সন্ধি ' স্বাক্ষরিত হয়েছিল।


(c) Who built Cooch Behar Royal Palace?


কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর তৈরী করেছিলেন কোচবিহার রাজপ্রাসাদ। 


(d) Who wrote the book 'The Autobiography of an Indian Princess'? 

মহারানী সুনীতি দেবী রচনা করেন 'The Autobiography of an Indian Princess'।


(e) Who founded 'Kshatriya Samiti'?

পঞ্চানন বর্মা স্থাপন করেছিলেন ক্ষত্রিয় সমিতি।


(f) When was Darjeeling Himalayas Railway (DHR) formed?  


১৮৭৯ খ্রিস্টাব্দে Darjeeling Himalayan Railway (D.H.R)প্রতিষ্ঠা হয়।


(g) When was Jalpaiguri District formed?


১৮৬৯ খ্রিস্টাব্দের ১লা জানুয়ারী জলপাইগুড়ি জেলা গঠিত হয়েছিল।


 (h) Mention two leaders of the Sannyasi-Fakir uprising.


ভবানী পাঠক ও দেবী চৌধুরানী ছিলেন সন্ন্যাসী-ফকির বিদ্রোহের দুজন নেতা।


(i) Who was Helen Leptcha?


লেপচা উপজাতি অন্তর্ভুক্ত হেলেন লেপচা ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। স্বাধীনতা সংগ্রামে অমূল্য অবদানের জন্য তিনি তাম্রপত্রে ভূষিত হয়েছেন। 


 (j)Where was the Summer Capital of Colonial Bengal situated? 


ঔপনিবেশিক পর্বে দার্জিলিং ছিল বাংলার গ্রীষ্মকালীন রাজধানী ।


 (k) When was Cooch Behar Princely State merged with the Union of India?


১৯৪৯ সালের ২৮শে নভেম্বর মার্জার এগ্রিমেন্ট স্বাক্ষরের মাধ্যমে কোচবিহার দেশীয় রাজ্য ভারতভুক্ত হয়েছিল। 

(I) Who was 'Dooars Gandhi'?

যজ্ঞেশ্বর রায় ডুয়ার্স গান্ধী নামে পরিচিত।

মন্তব্যসমূহ

Click here to view my others posts

DSE-3, 2023, History Honours 6th Semester Question paper of CBPBU University

B.A. History Honours 6th Semester , Core Course-13, 2023, CoochBehar Panchanan Barma University, Question Paper 📃

ভারতীয় মধ্যযুগের ইতিহাস

4th semester