DSE-3, 2023, History Honours 6th Semester Question paper of CBPBU University
SAQ Answers: A) Who coined the term Policy of Containment? Ans: মার্কিন কূটনীতিবিদ জর্জ এফ কেন্নান তাঁর 'Foreign Affairs' নামক গ্রন্থে রাশিয়ার সম্প্রসারণ প্রতিরোধের করার পরামর্শ দিয়েছিলেন। এটাই 'বেষ্টনী নীতি' (Containment policy) নামে পরিচিত। B) Who was Nikita Khrushchev? Ans: ১৯৫৩ খ্রিস্টাব্দে স্ট্যালিনের মৃত্যুর পর সোভিয়েত মন্ত্রীপরিষদের চেয়ারম্যান পদে আসীন হন নিকাতা ক্রুশ্চেভ। তিনি ১৯৫৬ সালের রুশ কমিউনিস্ট পার্টির ২০তম সম্মেলনে 'নিস্তালিনিকরণ' পর্ব চালু করেন। C) Where was the Headquarter of SEATO? Ans: SEATO (South East Asian Treaty Organisation) বা ‘দক্ষিণ-পূর্ব এশিয়া চুক্তি সংস্থা’ । ১৯৫৪ খ্রিস্টাব্দের ৮ই সেপ্টেম্বর স্বাক্ষরিত হয়েছিল। এর সদর দপ্তর ছিল থাইল্যান্ডের ব্যাংকক শহরে। D) Who were the founder leader of NAM? Ans: NAM (Non-Alignment Movement)-এর প্রধান উদ্ভাবকরা ছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু , যুগোশ্লাভিয়ার রাষ্ট্রপ্রধান মার্শাল টিটো , মিশরের রাষ্ট্রপ্রধান নাসের , ঘানার রাষ্ট্রপ্রধ...
মন্তব্যসমূহ