DSE-3, 2023, History Honours 6th Semester Question paper of CBPBU University



SAQ Answers: 

A) Who coined the term Policy of Containment? 

Ans: মার্কিন কূটনীতিবিদ জর্জ এফ কেন্নান তাঁর 'Foreign Affairs' নামক গ্রন্থে রাশিয়ার সম্প্রসারণ প্রতিরোধের করার পরামর্শ দিয়েছিলেন। এটাই 'বেষ্টনী নীতি' (Containment policy) নামে পরিচিত। 
B) Who was Nikita Khrushchev?

Ans: ১৯৫৩ খ্রিস্টাব্দে স্ট্যালিনের মৃত্যুর পর সোভিয়েত মন্ত্রীপরিষদের চেয়ারম্যান পদে আসীন হন নিকাতা ক্রুশ্চেভ। তিনি ১৯৫৬ সালের রুশ কমিউনিস্ট পার্টির ২০তম সম্মেলনে 'নিস্তালিনিকরণ' পর্ব চালু করেন। 

C) Where was the Headquarter of SEATO? 

Ans: SEATO (South East Asian Treaty Organisation) বা ‘দক্ষিণ-পূর্ব এশিয়া চুক্তি সংস্থা’ । ১৯৫৪ খ্রিস্টাব্দের ৮ই সেপ্টেম্বর স্বাক্ষরিত হয়েছিল। এর সদর দপ্তর ছিল থাইল্যান্ডের ব্যাংকক শহরে। 

D) Who were the founder leader of NAM? 

Ans: NAM (Non-Alignment Movement)-এর প্রধান উদ্ভাবকরা ছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, যুগোশ্লাভিয়ার রাষ্ট্রপ্রধান মার্শাল টিটো, মিশরের রাষ্ট্রপ্রধান নাসের, ঘানার রাষ্ট্রপ্রধান নক্রুমা এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধান ড. সুকর্ণ। 

E) Who declared the 'Berlin Blocked'?

Ans: রুশ রাষ্ট্রপ্রধান স্ট্যালিন ২৪শে জুন ১৯৪৮ খ্রিস্টাব্দে বার্লিন অবরোধ ঘোষণা করেছিলেন। 

F) What is Titoism?

Ans: যুগোশ্লাভিয়ার রাষ্ট্রপ্রধান মার্শাল টিটো ঠান্ডা লড়াইয়ের সময় যে নীতি ঘোষণা করেছিল তা 'টিটোবাদ' (Titoism) নামে পরিচিত। 

G) Write the full form of OPEC.

Ans: OPEC এর পুরো নাম হল Organisation of the Petroleum Exporting Countries 

H) What do you mean the term Glasnost? 

Ans: মিখাইল গর্বাচভ ১৯৮৫ খ্রিস্টাব্দে সোভিয়েত কমিউনিস্ট পার্টির ২৭তম অধিবেশনে 'গ্লাসনস্ত' ও  'পেরেস্ত্রৈকা' নীতি ঘোষণা করেছিল। গ্লাসনস্ত বলতে বোঝানো হয় ' মুক্ত মনা হওয়ার জন্য ব্যাপক গণতন্ত্র, মত প্রকাশ ও সমালোচনার স্বাধীনতা। অর্থাৎ রুদ্ধ কন্ঠস্বরকে মুক্ত করা

I) Ans: 

J) Who was the President of Egypt during Suez Crisis? 

Ans: সুয়েজ সংকটের সময় মিশরের রাষ্ট্রপ্রধান ছিলেন আব্দেল গামাল নাসের। 

K) Define MNC.

Ans: MNC (Movement for National Congolians) ছিল কঙ্গোর রাজনৈতিক দল। এই দলের প্রধান নেতা ছিলেন প্যাট্রিস লুমুম্বা।

L) When was the International Human Rights Organization formed? 

Ans: 

মন্তব্যসমূহ

Click here to view my others posts

B.A. History Honours 6th Semester , Core Course-13, 2023, CoochBehar Panchanan Barma University, Question Paper 📃

ভারতীয় মধ্যযুগের ইতিহাস

4th semester

4th semester , part-2

Core-5, SAQ Answers, 2022, CBPBU UNIVERSITY