4th semester
4th semester
When was the Muslim League established?
✍ ১৯০৬ সালের ৩০শে ডিসেম্বর ঢাকাতে মুসলিম লীগ গড়ে উঠেছিল।
Who was the first president of the Muslim League?
✍ মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন আগাখাঁ।
Where was the session of the Muslim League held in 1916 AD?
✍ লক্ষ্ণৌ তে ১৯১৬ সালের মুসলিম লীগের লক্ষ্ণৌ সম্মেলন বা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
When and where was the Hindu Mahasabha established?
✍ ১৯০৯ খ্রিস্টাব্দে পাঞ্জাবে হিন্দু মহাসভা স্থাপিত হয়েছিল।
হিন্দু মহাসভার প্রতিষ্ঠাতা ছিলেন মদন মোহন মালব্য।
When was the All India Muslim Conference formed?
✍ ১৯০৬ সালের ৩১শে ডিসেম্বর ঢাকায় প্রতিষ্ঠিত হয় সর্বভারতীয় মুসলিম লীগ।
Who was the president of Muslim League in the Allahabad session in 1930?
✍ ১৯৩০ খ্রিস্টাব্দের লীগের এলাহাবাদ অধিবেশনের সভাপতিত্ব করেন বিখ্যাত কবি ও দার্শনিক মহম্মদ ইকবাল।
Muslim League when, where Pakistan accepted the proposal?
✍ ১৯৪০ খ্রিস্টাব্দের ২০শে মার্চ লাহোর মুসলিম লীগের অধিবেশনে পাকিস্তান এর প্রস্তাব গ্রহণ করা হয়েছিল।
Name some leaders of Hindu Mahasabha.
✍ বিনায়ক দামোদর সাভারকর, ড. শ্যামাপ্রসাদ মুখার্জি প্রমুখ ছিলেন হিন্দু মহাসভার সদস্য।
Who, when founded 'Rashtriya Swayamsevak Sangh' (RSS)?
✍ ১৯২৫ খ্রিস্টাব্দে 'রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ' প্রতিষ্ঠা করেন কেশব বলিরাম হেগরেওয়ার।
Which Cambridge student first raised the demand for Pakistan?
✍ ১৯৩৩ সালের জানুয়ারি মাসে কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে দর্শন শাস্ত্রে চতুর্থ বর্ষে পাঠরত পাঞ্জাবী মুসলিম ছাত্র চৌধুরি রহমত আলি 'Now or Never' নামক গ্রন্থে পৃথক পাকিস্তানের দাবি তুলেছিলেন।
When does the Muslim League observe 'Liberation Day'?
✍ ১৯৩৯ খ্রিস্টাব্দের ১৫ নভেম্বরের মধ্যে কংগ্রেস সকল প্রদেশ থেকে পদত্যাগ করলে মুসলিম লীগ ২২ ডিসেম্বর মুক্তি দিবস বা নিষ্কৃতি দিবস পালন করে।
Who was called 'Quaid-e-Azam'?
✍ মহম্মদ আলি জিন্না পাকিস্তানবাসীর কাছে 'কায়েদ-ই-আজম' বা মহান নেতা নামে পরিচিত।
এছাড়াও তিনি 'বাবা-ই-কোয়াম' বা 'ফাদার অফ দ্য নেশন' নামে পরিচিত।
Who presented the Lahore proposal in 1940 AD?
✍ ১৯৪০ খ্রিস্টাব্দের ২০শে মার্চ লাহোর মুসলিম লীগের অধিবেশনে বাংলার প্রধানমন্ত্রী আবুল কাশেম ফজলুল হক লাহোর প্রস্তাব উত্থাপন করেন।
Which day was declared as 'Direct Action Day' by the Muslim League?
✍ ১৯৪৬ খ্রিস্টাব্দের ১৬ই আগস্ট মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম বা Direct Action Day- এর ডাক দিয়েছিল।
Who were Muslim League leaders present at the First Round Table (1930 AD).
✍ মুসলিম লীগের হয়ে প্রথম গোল টেবিল বৈঠকে যোগ দেন মহম্মদ আলি জিন্না, মহম্মদ সফী, আগা খাঁ এবং ফজলুল হক।
What is the meaning of the word 'Pakistan'?
✍ PAKISTAN শব্দটির অর্থ হল P-পাকিস্তান, A-আফগান, K-কাশ্মীর, I-সিন্ধু, STAN-বেলুচিস্তান।
Chaudhuri Rehmat Ali in which booklet claimed the formation of the first Pakistan state in 1933 AD?
✍ ১৯৩৩ খ্রিস্টাব্দে চৌধুরি রহমত আলি তাঁর 'Now or Never' শীর্ষক চারপাতার এক পুস্তিকায় পাকিস্তান নামে একটি পৃথক রাষ্ট্রের দাবি করেন।
Who wrote the book The Sole Spokesman/"The Sole Spokesman: Jinnah, the Muslim League, and the Demand for Pakistan"?
✍ আয়েশা জালাল The Sole Spokesman/ "The Sole Spokesman: Jinnah, the Muslim League, and the Demand for Pakistan" গ্রন্থটির রচনা করেন।
Ayesha Jalal said 'Sole Spokesman' about whom?
✍ আয়েশা জালাল তার "The Sole Spokesman: Jinnah, the Muslim League, and the Demand for Pakistan" গ্রন্থে 'Sole Spokesman' বলতে মহম্মদ আলি জিন্নাকে বোঝানো হয়েছে।
Who became the Prime Minister of Britain after Churchill?
✍ চার্চিলের পর ক্লিমেন্ট এটলি ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছিলেন।
Where did Wavell Invite Indian leaders to discuss his proposal?
✍ ওয়াভেল ভারতীয় নেতৃবর্গদের সিমলায় বৈঠকের আহ্বান করেছিলেন। এটি ওয়াভেল প্ল্যান নামে পরিচিত।
Who were the members of the ministerial mission or the cabinet mission?
✍ ক্যাবিনেট বা মন্ত্রী মিশনের সদস্যরা ছিলেন স্যার পেথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস ও এ.ভি.আলেকজান্ডার।
The Royal Navy mutiny began?
✍ ১৯৪৬ খ্রিস্টাব্দের ১৮ই ফেব্রুয়ারি নৌবিদ্রোহ শুরু হয়েছিল।
In which ship the naval mutiny started first?
✍ নৌবিদ্রোহ প্রথম শুরু হয়েছিল বোম্বাইয়ের তরোয়াল নামক জাহাজে।
Name two national leaders who supported the naval mutiny.
✍ কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির অরুণা আসফ আলি ও অচ্যুত পট্টবর্ধন সমর্থন করেন নৌবিদ্রোহকে।
Who is the author of the book 'India Wins Freedom'?
✍ 'India Wins Freedom' গ্রন্থটির লেখক হলেন মৌলানা আবুল কালাম আজাদ।
When did Mountbatten announced the partition of India?
✍ ১৯৪৭ খ্রিস্টাব্দের ৩রা জুন মাউন্টব্যাটেন ভারত বিভাগের পরিকল্পনা ঘোষণা করেছিলেন।
Who is the last Governor General of India?
✍ লর্ড মাউন্টব্যাটেন ছিলেন ভারতের শেষ গভর্ণর জেনারেল।
মন্তব্যসমূহ