ভারতীয় মধ্যযুগের ইতিহাস
সুলতানী যুগ
1) Which time period of Indian History is known as the 'Delhi Sultanate period' ?
✍ ভারতের ইতিহাসে ১২০৬-১৫২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল 'দিল্লির সুলতানি যুগ' নামে পরিচিত ।
2) Arrange the Dynasties of Delhi Sultanate period in chronological order.
(A) Slave/Mamluk dynasty, (B) Lodhi dynasty, (C) Tughlaq dynasty and (D) Sayyid dynasty .
✍ দিল্লি সুলতানী যুগের রাজবংশগুলির সঠিক কালানুক্রম হল- দাস বংশ, খলজি বংশ, তুঘলক বংশ, সৈয়দ বংশ ও লোদী বংশ।
3) Who founded the Slave Dynasty?
✍ কুতুব উদ্দিন আইবক 'দাস বংশ'-এর প্রতিষ্ঠা করেছিলেন।
4) What was the time period of the Slave Dynasty?
✍ দাস বংশের রাজত্বকাল ছিল ১২০৬ থেকে ১২৯০ খ্রিস্টাব্দ পর্যন্ত।
5) Who first founded the Ilbari Dynasty in Delhi?
✍ ইলতুৎমিশ ছিলেন ভারতে প্রথম ইলবারি বংশের প্রতিষ্ঠাতা।
মন্তব্যসমূহ