Core-5, SAQ Answers, 2022, CBPBU UNIVERSITY

 



GROUP-D



10. Answer any ten questions from the following: (Answer should be in full sentence)


(a) Who wrote the legendry book 'Hamzanama"?

[চিত্র]

(b) Who comment 'Deccan was the grave not only of Aurangzeb's soul but also his empire'?

ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ মন্তব্য করেছেন- "Deccan was the grave not only of Aurangzeb's soul but also his empire" ("দাক্ষিণাত্যে, ঔরঙ্গজেবের শরীর ও সাম্রাজ্য উভয়ের কবর রচিত হয়েছিল") ।


(c) Who were the Kotwal officials during the Mughal Period?

মুঘল আমলে সুবার কর্মচারীদের মধ্যে কোতোয়ালরা ছিলেন খুবই গুরুত্বপূর্ণ কর্মচারী। মূলত শহরের আইন-শৃঙ্খলা, শান্তি ও নিরাপত্তা বিধান করা কোতোয়ালদের প্রধান কর্তব্য বলে বিবেচিত হত।

(d) Define the term Madad-i-mash?

মুঘল সম্রাটরা বিদ্বান ব্যক্তি, ধর্মজ্ঞ পন্ডিত বা অসাধারণ ব্যক্তিদের কিছু জায়গির দেওয়ার বন্দোবস্ত করেছিলেন অনুদানরূপে। এই অনুদানমূলক বন্দোবস্ত 'মদত-ই-মাস' নামে পরিচিত। 


এই ধরনের জায়গিরের সঙ্গে কোন চাকরি বা পদমর্যাদার সম্পর্ক ছিল না। এগুলিকে বলা হত 'ইনাম জায়গির'।


(e) Who wrote 'Masir-i-Alamgiri"?

মহম্মদ সাকি খাঁ রচনা করেছিলেন 'মাসির-ই-আলমগিরি' নামক গ্রন্থটি।


(f) In which year the second Battle of Panipat took place?

১৫৫৬ খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। 


(g) In which year the 'Battle of Khanwa' took place?

১৫২৭ খ্রিস্টাব্দে খানুয়ার যুদ্ধ হয়েছিল। 


(h) What do you mean by "Jama' and 'Hasil"?

মুঘল যুগে অধিকাংশ মনসবদাররা বেতনের পরিবর্তে বরাদ্দকৃত জমি থেকে প্রাপ্ত খাজনা ভোগ করত। তবে সরকারের রাজস্ব বিভাগ এই রাজস্ব নির্ধারিত করে দিত। এই নির্ধারিত খাজনাকে বলা হত 'জমা'। আর সেইসব এলাকা থেকে প্রাপ্ত প্রকৃত খাজনার পরিমাণকে বলা হত 'হাসিল'। 


(i) Who was 'Mirzumala"?

মিরজুমলা ছিলেন মুঘল আমলে বাংলার গভর্ণর। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের নির্দেশে তিনি ১৬৬১ -এর নভেম্বরে অহোম রাজ্যের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেছিলেন ও ১৬৬২-এর ১৭ই মার্চ অহোমদের রাজধানী গুরগাঁও দখল করেছিল। 


(j) What were the names of the 'Sayyid brothers"?

সৈয়দ আবদুল্লা খাঁ বারহা ও সৈয়দ হুসেন আলি বারহা 'সৈয়দ ভ্রাতৃদ্বয়' নামে পরিচিত। 


(k)Who was the Mughal Emperor during the invasion of Nadir Shah?

মুঘল সম্রাট মহম্মদ শাহের আমল (১৭১৯-১৭৪৮ খ্রি.) -এ নাদির শাহ ১৭৩৯ খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেছিল।


(l) Who wrote 'Parties and Politics at the Mughal Court(1707-1740)"?

সতীশচন্দ্রের রচিত গ্রন্থ হল 'Parties and Politics at the Mughal Court(1707-1740)" ।

মন্তব্যসমূহ

Click here to view my others posts

DSE-3, 2023, History Honours 6th Semester Question paper of CBPBU University

B.A. History Honours 6th Semester , Core Course-13, 2023, CoochBehar Panchanan Barma University, Question Paper 📃

ভারতীয় মধ্যযুগের ইতিহাস

4th semester

4th semester , part-2