4th semester, part-3
When did the Naval mutiny began?
✍ নৌবিদ্রোহ শুরু হয়েছিল ১৯৪৬ সালের ১৮ই ফেব্রুয়ারি।
Where was the Naval mutiny started first?
✍ নৌবিদ্রোহ প্রথম শুরু হয়েছিল বোম্বাইয়ের তরোয়াল নামক জাহাজে ১৯৪৬ সালের ১৮ই ফেব্রুয়ারি।
Who was M.S.Khan?
✍ নৌবিদ্রোহ পরিচালনার জন্য যে কেন্দ্রীয় ধর্মঘট কমিটি গঠন করা হয়েছিল তার সভাপতি নিযুক্ত হয়েছিলেন এম.এস.খান।
When did the Naval mutiny came to an end?
✍ ১৯৪৬ সালের ২৮শে ফেব্রুয়ারি নৌবিদ্রোহ শেষ হয়। নৌ সেনাপতি গডফ্রে বোম্বাই শহর উড়িয়ে দেওয়ার হুমকি দিলে বল্লভভাই প্যাটেলের মধ্যস্থতায় বিদ্রোহীরা ২৮শে ফেব্রুয়ারি আত্মসমর্পণ করে।
মন্তব্যসমূহ